বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর শুক্রবার বিকেলে জানিয়েছে, মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্রই প্রবেশ করেছে। এছাড়া উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী দুইদিনে ক্রমস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
যে কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এব্যাপারে মূলত উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবারক্তা জারি করা হয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯২.৬ মিমি ।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাসের পরে আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।