বেঙ্গল ওয়াচ বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের ঘটনা প্রশাসন সূত্রে খবর কুলটি গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের গৃহবধূ ৩৫ বছরের রেহানা বিবি ভোটার কার্ড জাল করেছেন অর্থাৎ নকল ভোটার কার্ড বানিয়েছেন তারপর হাড়োয়া ব্লক প্রশাসন কি জানতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাড়োয়া থানা একটি অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে ৩৫ বছরের রেহানা বিবিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে ধৃত ওই গৃহবধূকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর মহামান্য বিচারকের কাছে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে অর্থাৎ ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং এই ঘটনার গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন। পাশাপাশি এই ঘটনায় হাড়োয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।