Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ির:  ফের একবার সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সোনার চেন ছিনতাই এর ঘটনায় তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।

ধৃতদের নাম বিশ্বজিত রায়, রাজেশ সিং ও সঞ্জু গোয়ালা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবং সেই বিষয়ে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। এর কিছুদিন কাটতে না কাটতেই ২৭ জুলাই চাম্পাশাড়ি এলাকাতে একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরপর দুটি ঘটনায় শহর শিলিগুড়িতে চাঞ্চল্য তৈরি হয়। এবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপরেই গোটা ঘটনা তদন্ত নামে প্রধান নগর থানার পুলিশ। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটাপুকুর এলাকায় অভিযান চালিয়ে সোনার চেন ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা। এরপর লাগাতার একটা না জিজ্ঞাসা বাদ এরপর ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় পৃথক দুটি চেইন ছিনতাই এর ঘটনায় উদ্ধার হওয়া সোনার দুটি চেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত তিনজনকে শিলিগুড়ির আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।