বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পুরুলিয়া: বলরামপুরের সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও গ্রামবাসীরা চাল চুরির অভিযোগ করেছিলেন। এবার হাতে-নাতে তাকে ধরে ফেলেছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরের। সেখানকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের মিড ডে মিলের এক কুইন্টাল চাল নিজের বাড়িতে পাচার করছিলেন বলে অভিযোগ উঠেছে। দাঁতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন দিলীপ মণ্ডল। মঙ্গলবার সকালে তিনি স্কুলের মিড ডে মিলের ভাঁড়ার ঘর খুলে সেখান থেকে দুই বস্তা অর্থাৎ এক কুইন্টাল চাল নিজের বাড়িতে পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ।
গ্রামবাসীরা জানিয়েছেন, এই চাল পাচারের জন্য একটি টোটো ডেকে এনেছিলেন প্রধান শিক্ষক। তারপর স্কুলের মিড ডে মিলের চালের বস্তা দুটি সেই টোটোতে তুলে নিজের বাড়িতে পৌঁছে দিতে বলেন। কিন্তু গ্রামবাসীরা হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। এমনকি গ্রামবাসীদের জেরার মুখে পড়ে টোটো চালক গোটা বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে।এদিকে টোটো চালকের স্বীকারোক্তি বা গ্রামবাসীদের অভিযোগ সবই উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক দিলীপ মণ্ডল। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।