Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তোলেন। তীব্রভাবে আক্রমন করেন বিজেপি ও সিপিএমকে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন, ‘জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।’ বিঁধলেন বিজেপি ও বামেদের। কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানো হচ্ছে দাবি করে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপিকে বিঁধলেন, এসআইআর, বাংলার শ্রমিকদের হেনস্তা ও পরিবারতন্ত্রের ইস্যুতে। বিঁধলেন নির্বাচন কমিশনকেও। বললেন, “আমি সব এজেন্সিকে সম্মান করি। কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না।” বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ২১ জুলাই মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাদিবসে সেই সুর আরও চড়ালেন। মমতার আজকের বক্তব্য ছিল চড়া সুরে বাঁধা।

২০২৬ বিধানসভা নির্বাচকে সামনে রেখে তিনি প্রস্তুত থাকতে বলেন ছাত্র-যুবদের। তৃণমূল নেত্রী অভিযোগ জানিয়েছেন, এসআইআরের নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। মঞ্চ থেকে বললেন, “এনআরসি করে ভোটার নাম কাড়ার চেষ্টা। জীবন থাকতে ভোটাধিকার কাড়তে দেব না।” আরও অভিযোগ তোলেন, বিজেপিকে ডিএম, বিডিওদের ভয় দেখাছে। ললিপপ দেখাচ্ছে। তিনি বলেন, “আমরা ললিপপ বাচ্চাদের দিই। ১৮ বছরের নতুন ভোটারদের ললিপপ দিই না। গণতান্ত্রিক অধিকার প্রধান করি। তাই আপনাদের জোর জুলুম বাংলা মানছে না, মানবে না। বিনা যুদ্ধে এক ইঞ্চি ছাড়েনি, ছাড়বে না।”