বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ও বিজেপি শাসিত রাজ্যের দিকে আঙ্গুল তুলে আন্দোলন শুরু করেছেন। তাঁর বক্তব্য অনেক রাজ্যে বাংলাভাষী মানুষদের নিগ্রহ করা হচ্ছে। কিন্তু সেই নিগ্রহ বাংলাতেও হচ্ছে। এই রাজ্যেই বাঙালি হওয়ার দোষে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, ভিনরাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হবে কারখানায়। ফলে কাজ পাচ্ছেন না স্থানীয়রা। স্বাভাবিকভাবে দিন আনা দিন খাওয়া পরিবারগুললি এখন আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয়রা। সন্দেশখালীর শিরিষতলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, শিরিষতলা এলাকার গৌরাঙ্গ বাড়ুই , সনজিৎ মন্ডল সহ মোট এই এলাকার পাঁচজনকে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে কাজ থেকে বঞ্চিত তাঁরা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে একটি জুতোর সংস্থায় কাজ করতেন এই পাঁচজন শ্রমিক। তাঁরা ছাড়াও অন্যান্য জায়গার আরও কিছু বাঙালি শ্রমিক রয়েছেন। কিন্তু হঠাৎ গত শুক্রবার সংস্থার ম্যানেজার এসে বলেন, তাঁদের আর কাজ করতে হবে না। কারণ তারা বাঙালি। বাংলায় কথা বলেন। আর সেই কারণেই তাঁদের গিয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে ওই শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভ দেখান। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় তাঁরা বাড়ি ফিরে আসেন। শ্রমিকদের কাজ চলে যাওয়ায় এই মুহূর্তে তাদের পরিবার রীতিমতো অসহায়। সন্দেশখালীর প্রত্যন্ত এইসব এলাকায় কর্মসংস্থান অভাব যথেষ্ট। তাই স্থানীয় মানুষ দূরদূরান্তে কাজ করতে যান। কিন্তু সেখানেও এইরকম ঘটনায় তাঁরা রীতিমতো উদ্বিগ্ন। তারা মুখ্যমন্ত্রীর হাতক্ষেপের দাবি জানিয়েছেন।