Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:২০২৬ বিধানসভা নির্বাচনে কি বিজেপি সিট বাড়াতে পারবে? এই হাজার টাকার প্রশ্নের উত্তর আসার আগেই বিজেপি ১৪১ সিটের টার্গেট করে ফেলেছে। তারা আরো কয়েকটি সিট বাড়াতে চাইছে। এই ১৪১টি আসনে ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের কোনও না কোনওটিতে বিজেপি সবচেয়ে এগিয়ে ছিল। তারা মনে করছে, এই আসনগুলি ধরে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে জয়ের সম্ভাবনা আছে। ঘটনাচক্রে, আসনগুলিতে বিজেপির জনপ্রিয়তার মধ্যে পার্থক্য আছে। এগুলির মধ্যে সবচেয়ে ‘সম্ভাবনাময়’ ধরা হচ্ছে সেই ৫২টি আসন, যেখানে তারা ২০১৯, ২০২১ এবং ২০২৪— তিনটি নির্বাচনেই অন্যদের চেয়ে এগিয়ে ছিল।

ছাড়া আছে ৭টি আসন, যেগুলিতে বিজেপি ২০১৯ সালের লোকসভা ভোটে পিছিয়ে থাকলেও ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটে এগিয়ে ছিল। এই আসনগুলি পূর্ব মেদিনীপুর জেলার। যা শুভেন্দু অধিকারী ২০২০ সালের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের সৌজন্যে তৃণমূল থেকে বিজেপিতে ঘুরে গিয়েছে। আরও ৪৭টি আসন রয়েছে। যেগুলি ‘দোদুল্যমান’ বলে মনে করছে বিজেপি। রাজ্যে এমন ২৩টি আসন আছে, যেগুলি বিজেপি ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল। আরও ১২টি আসনে ২০১৯ সালের লোকসভা ভোটে এবং ২০২১ সালের বিধানসভা এগিয়ে থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটে তারা পিছিয়ে পড়ে। রয়েছে ৯টি আসন, যেগুলিতে বিজেপি ২০২৪ সালের লোকসভা ভোটে প্রথম এগিয়ে গিয়েছে।