Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেই বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। কাঁচা বাড়িগুলো বেশ নরম। সেই অবস্থাতেই মন্দির বাজারে ভেঙে পড়লো একটা কাঁচা বাড়ি। ঘুমের মধ্যে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে দুই নাবালিকা মেয়ে সহ মায়ের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায়। ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদেরই মাটির বাড়িতে ছিলেন বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনজনেই ঘুমিয়ে পড়েন।

এদিন ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়েন তিনজনে। কোন‌ও কিছু ভেঙে পড়ার শব্দ পেয়েছিলেন স্থানীয়রা। কিন্তু ঘুমের মধ্যে ঠিক কী হয়েছে সেটা তাঁরা বুঝতে পারেননি। সকালে উঠে দেখেন মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে আছে ওই তিনজন। শোকাচ্ছন্ন গ্রামের প্রতিটা মানুষ। কীভাবে এমনটা হয়ে গেল কেউ ভেবে পাচ্ছেন না। এরপরই গ্রামবাসীরা মিলে তড়িঘড়ি করে মা ও ওই দুই নাবালিকা মেয়েকে উদ্ধার করে স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।