বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার যাত্রী পরিষেবার দিকে বিশেষ নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কারণেই উঃ ২৪ পরগনার বেশ কয়েকটি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট তারমধ্যে একটি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রীসুবিধা বৃদ্ধির লক্ষ্যে দুটি নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিল পূর্ব রেল। মেট্রোর হলুদ লাইন চালুর পর থেকেই এই স্টেশনে যাত্রীসংখ্যা প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ফলে ক্রমবর্ধমান চাপ সামলাতে এটি এখন একটি গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ পয়েন্টে পরিণত হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ইতিমধ্যেই নতুন ইএমইউ ট্রেন পরিষেবা চালু করেছে এবং কয়েকটি লোকালের বগি বাড়ানো হয়েছে, চালু হচ্ছে এসি ট্রেনও। পাশাপাশি একাধিক বড়সড় পরিকাঠামোগত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে দু’টি নতুন ফুট ওভারব্রিজ তৈরি হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বলে জানা গিয়েছে। শারদোৎসবের পর কাজ শুরু করে আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।