Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তরবর্তী ইউনুস সরকার এতদিন ধরে নানাভাবে দেশের নির্বাচন পিছিয়ে দিয়েছে। এবার নানা নতুন আইন এনে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন। কোনও ব্যক্তি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন, তাহলে তিনি জনপ্রতিনিধি থাকতে পারবেন না। এমনকী সরকারি কোনও পদ বা দায়িত্বেও তাঁকে রাখা যাবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটা বৈঠক ছিল।এদিন বৈঠকের পরে একটি সাংবাদিক সম্মেলন করেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। সেই সময়ই তিনি এই কথা জানিয়েছেন।

তাঁকে বলতে শোনা গিয়েছে, নতুন যে ধারা যোগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ সেটা অনুযায়ী অভিযোগ দায়ের হলেই কোনও ব্যক্তি সাংসদ হিসেবে থাকতে পারবেন না। পাশাপাশি তিনি সরকারি প্রতিষ্ঠানের সদস্য বা প্রশাসক হিসেবেও অযোগ্য বিবেচিত হবেন। প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সে দেশের নির্বাচন কমিশন। প্রকাশ্যে আনা হয়েছে নির্বাচনী রোডম্যাপ। এহেন পরিস্থিতিতে এদিনের বৈঠকের এমন সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।