Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার ও সোমবার কিছুটা কম থাকবে বৃষ্টির দাপট। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি ফের কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। তার আগে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়বে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না কোথাও। আপাতত সতর্কতাও জারি নেই কোথাও। সোমবারও ভারী বৃষ্টি হবে না।এরপর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। এরপর বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি রয়েছে।

অন্যদিকে রবি ও সোমবার ভারী বৃষ্টি হবে না কলকাতাতেও। তবে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে