বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: পরপর দু’বছর বিশ্ববাংলা শারদ সম্মানে জেলার সেরা পুজোর শিরপা পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের ধাদিকা যুব গোষ্ঠী! এই বছরও জেলার শেরার শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর ক্লাবের সদস্যরা।
এবারের ভাবনা গুজরাটের নীলকন্ঠ মন্দির। এই বছর তাদের পূজো ১৬ তম বর্ষে পদার্পণ করেছে। বাজেট ৪৫ লক্ষ টাকা। সরকারি সাহায্য ও এলাকার মানুষের সাহায্য নিয়েই এই পূজা মন্ডপ সেজে উঠবে মত পূজা উদ্যোক্তাদের।
ভগবান শিব যখন বিষ পান করেছিলেন তার সেই নীলকন্ঠ রূপ ধারণ গুজরাটে এক মন্দির রূপে প্রতিষ্ঠিত রয়েছে। আর সেই রূপকে ফুটিয়ে তুলতে ধাদিকা যুব গোষ্ঠী। কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই পুজো মন্ডপে। পুজোর সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। পুলিশের সহযোগিতা নিয়ে ক্লাব সদস্যরা সেই দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করেন। তবে আকাশে বৃষ্টি ঝরলে মানুষের ভিড় সামাল দিতে যেমন একদিকে অসুবিধায় পড়তে হবে কমিটিকে তেমন অন্যদিকে ও দর্শনার্থীদের জন্য সমস্যার সৃষ্টি হবে। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উত্তরপ্রদেশের বেনারস থেকে একটি সাধু-সন্তদের দল আসছে। পুজো মণ্ডলকে প্রতিদিন সন্ধ্যে ৭ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত চলবে এই সন্ধ্যা আরতি। মাঝে থাকবে শিবির নীলকন্ঠ রূপধারী মূর্তি। গঙ্গার অনুরুপে ঝর্ণা। ঝরনার দু সাইড হয়ে মূল মন্দিরে প্রবেশ করে প্রতিমা দর্শন। এভাবেই আবারো তৃতীয় বছরও বিশ্ব বাংলা শারদ সম্মান ছিনিয়ে নেওয়ার দৌড়ে এগিয়ে চলেছে ধাদিকা যুব গোষ্ঠীর পূজা উদ্যোক্তারা।