বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: SIR অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবার চালু হতে চলেছে দেশজুড়ে। এই নিয়ে তৃণমূল সহ সমস্ত বিরোধীদের আপত্তি ছিল। কিন্তু নির্বাচন কমিশন SIR চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এসআইআর নিয়ে। রাজ্যগুলির প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখা হয়। বিহারের পর এবার দেশজুড়েই এসআইআর শুরু হতে চলেছে। শুধু বিহার নয়, এবার দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, অক্টোবর মাস থেকে ভোটার তালিকায় সংশোধন শুরু হতে পারে। ইতিমধ্যেই সেই সবুজ সংকেত দিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এসআইআর নিয়ে। রাজ্যগুলির প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখা হয়। বিহারের পর এবার দেশজুড়েই এসআইআর শুরু হতে চলেছে। সূত্রের খবর, বিহার নির্বাচন ঘোষণা হওয়ার আগেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হয়ে যেতে পারে। আজ, বৃহস্পতিবার কনফারেন্স কাম ওয়ার্কশপে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়, এসআইআর নিয়ে তাদের প্রস্তুতি কতটা। তাতে অধিকাংশ আধিকারিকই জানান যে সেপ্টেম্বরের মধ্যে গ্রাউন্ডওয়ার্ক শেষ হয়ে যাবে। অক্টোবরেই এসআইআর শুরু হতে পারে। বিরোধীদের অভিযোগ, SIR এর নামে অনেক বৈধ ভোটার বাদ চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, এটা বিজেপি সম্পূর্ণ পরিকল্পনা করেই করছে।