Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নেপালের আগুন কিছুটা কমে এসেছে। আইনের পথেই সকলে হাঁটতে চাইছেন। প্রচুর বিচার বিশ্লেষণের পরে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাঁধেই গেল নেপালের দায়িত্ব। নেপালের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর পদে বসলেন কোনও মহিলা। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে গিয়ে শপথবাক্য পাঠ করেছেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব কিরেণ পোখারেল জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে এসেই প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেন তিনি। কত ঝড় বয়ে গিয়েছে নেপালের উপর দিয়ে। গত কয়েকদিনে সকল সমীকরণ বদলে দিয়েছে নেপালের তরুণ প্রজন্ম। জেনজি আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছেন কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

রাষ্ট্রপতি, সেনা প্রধান ও তরুণ আন্দোলনকারীদের মধ্যে হওয়া রুদ্ধদ্বার বৈঠকেই ৭৩ বছরের সুশীলা কারকিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত ঘোষণার পর একাংশের আন্দোলনকারীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল। সুশীলার পরিবর্তে ওলির উত্তরসূরি হিসাবে অনেকেই এগিয়ে দিয়েছিল প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের নাম। তবে শুক্রবারই চূড়ান্ত হয়ে যায় প্রাক্তন প্রধান বিচারপতির নাম। পিটিআই সূত্রে জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে নেপালে একটি নতুন মন্ত্রিসভার তৈরির প্রস্তাব দেবেন কারকি।