Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জেন জি এর আন্দোলনে কার্যতরণের ক্ষেত্রে চেহারা নিয়েছিল নেপালের বিভিন্ন এলাকা। সরকারি সমস্ত দপ্তর পুড়িয়ে দেয় ভাঙচুর করে একাধিক কার্যালয় প্রতিবাদীরা।

অবশেষে সরকার ফেলে দেয় প্রতিবাদীরা এবং নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে হেলিকপ্টারে করে নেপাল ছাড়েন। এরপরেই নেপালের বিভিন্ন এলাকা জ্বলতে থাকে।

এই ঘটনায় ভারতীয় পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েন নেপালের বিভিন্ন এলাকায়। তবে গতকাল থেকে কিছুটা শান্তি থাকলেও আজ সকাল থেকে একেবারে অন্য চিত্র। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকায় পর্যটক থেকে শুরু করে ভারতীয় পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে ভিড় জমাচ্ছেন। কেউ বলছেন সেখানে খাবারের খুব অসুবিধা কারফিউ জার্নি রয়েছে বাইরে বের হতে দিচ্ছেন না। যদিও আতঙ্কের ছাপ নিয়ে বাড়ি ফিরছেন তারা। ফের নেপালে ফিরে যাবেন কিনা তা প্রশ্ন চিহ্ন।