বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত বুধবার পাঁশকুড়ার যশোড়া এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদে এক কিশোর।
ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয় পত্র দেখতে চান যশোড়া এলাকার বাসিন্দা গোপাল মান্না।
অভিযোগ সেই সময় ওই কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ।
যদিও এই ঘটনার পর রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন ওই ফেরিওয়ালারা।গতকাল পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে।বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় ওই ফেরিওয়ালা যুবকের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল । ঘটনা কে নিয়ে কটাক্ষ বিজেপির, শাসক বিরোধী তরজা তুঙ্গে।