বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকে কিছুটা মেঘলা আবহাওয়া। দক্ষিণবঙ্গে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস আছে। তবে ভারি বৃষ্টির সম্ভবনা নেই। তবে আপাতত বৃষ্টি পিছু ছাড়বে না, সেটাও ঠিক। আজ রবিবার ছুটির দিনে কলকাতা-সব দক্ষিণের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
আজ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই সব জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণে। তবে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরম অস্বস্তি থাকবে চরমে।
অন্যদিকে আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলায় কোনও সতর্কতা নেই। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের জেলাগুলিতে।