_আজ বিকেলের আবহাওয়া।_
*হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।*
#বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
##উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
###আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সমুদ্রতল থাকবে *মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজকের জন্য।*
####আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
#####বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।