Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর বলছে, এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে এই সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। এরমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে দুই থেকে তিন পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে।