Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিছুদিন স্তব্ধ থাকার পরে আবার আন্দোলনের পথে আদিবাসী কুড়মি সমাজ। বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশাকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি দিল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর রেল ও রাস্তা অবরোধে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার ১০০ জায়গায় রেল রোকো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। সেই মতো পুরো জেলায় জেলায় কুড়মি সম্প্রদায়ের মানুষদের একত্রিত করতে চলছে প্রস্তুতি বৈঠকের কাজ । চলছে দেওয়াল লিখন ও পোস্টার সাঁটানোর কাজ।

গত বেশ কয়েক বছর ধরেই আদিবাসী কুড়মি সমাজের মানুষেরা কুড়মি সম্প্রদায়কে আদিবাসী অন্তর্ভুক্ত করার দাবিতে রেল ও রাস্তা অবরোধে সামিল হয়েছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে সেই দাবি তুলে ধরেছেন তারা । কিন্তু কোনো সরকারেই কুড়মি সমাজের সেই দাবি রাখেনি বলে অভিযোগ । তাই নিজেদের দাবি আদায়ে ফের বৃহত্তর আন্দোলনে নেমে ফের রেল ও রাস্তা অবরোধে নামার হুশিয়ারি দিলেন তারা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই রেলে রোকো আন্দোলন হচ্ছে। মোট ৩ রাজ্যের আদিবাসী কুড়মি সমাজ এটি করছে। বিষয়টি রাজ্য ও দেশের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তার পরেও আমার উপরে কেস করা হয়েছে। দুমাস আগেই আন্দোলনের বিষয়টি সবাইকে জানিয়েছি। কেউ আমাদের সঙ্গে বসার প্রয়োজন মনে করল না?