Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুই বঙ্গেই সমানে বৃষ্টি চলেছে। আগামীকাল মহালয়া অথচ বৃষ্টির শেষ নেই। পুজোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। মহালয়ার দিন অবশ্য বৃষ্টি বাড়বে। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে কিছু কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর সোমবার থেকে বৃষ্টি কমবে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি কমলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। এদিকে দুর্গাপুজোর প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

অন্যদিকে ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। এর জেরে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।