Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টিকেই মেঘভাঙ্গা বৃষ্টি বলে। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। থৈ থৈ অবস্থা কলকাতার অন্যতম সড়কগুলিতেও। সোমবার রাত থেকেই শহর তথা দক্ষিণবঙ্গের আকাশে পাক খেতে শুরু করে কালো মেঘ। রাত যত গভীর রয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। যা মঙ্গলবার ভোর হতে পৌঁছেছে চরমে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘভাঙা বৃষ্টিপাত। সঙ্গী হয়েছে প্রবল বজ্রবিদুৎ। তার সঙ্গে আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়েছে দমকা হাওয়াও।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতায় এক ঘন্টায় হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েকটি জায়গায় তা আবার তিন ঘণ্টায় ছাড়িয়ে গিয়েছে ২০০ মিলিমিটারের গণ্ডিও। তথ্য বলছে, ৫ ঘন্টায় গড়িয়ায় ৩৩২ MM, যোধপুর পার্কে ২৮৫ MM, কালীঘাটে ২৮০ MM, বালিগঞ্জে ২৬৪ MM,চেতলায় ২৬২ MM ও অন্যান্য জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে মঙ্গলের সকাল যে মোটেই সুখকর ছিল না, তা নিয়ে কোনও সন্দেহই নেই। হাওয়া অফিস তরফে আরও জানা গিয়েছে, এদিনের বৃষ্টির মূল প্রভাব পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা ও সেই সংলগ্ন জেলায়। প্রভাব পড়েছিল হাওড়া, হুগলিতেও। এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা। সম্প্রতিককালে এমন মেঘভাঙ্গা বৃষ্টির নিদর্শন আর নেই।