Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তাকে রায়গঞ্জে বদলি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তা নিয়ে আদালতে অনিকেত। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আরজি কর মেডিক্যাল হাসাপাতালেই তাঁকে পোস্টিং দিতে হবে। বুধবার এই মামলার শুনানিতে এই রায় দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। রাজ্য সরকারের তরফে তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। তাতেই বড় জয় পেলেন তিনি। রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে জুনিয়র ডাক্তারকে আরজি করেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো সহ ৩ চিকিৎসক। আর. জি করের কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়। মামলাকারী চিকিৎসকের অভিযোগ, গত ২৭ মে পোস্টিং সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে তাঁর র‍্যাঙ্ক ছিল ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪ টি শূন্যপদ ছিল। ১ টি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়। ২টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে।