বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা দীপক ঘোষ সাইবার ক্রাইমের কবলে পড়ে হারালেন পঞ্চাশ হাজার টাকা। তিনি শিলিগুড়ি পুরসভার ভেন্ডার লোনের জন্য আবেদন করেছিলেন।
তার আবেদনে তার ব্যাঙ্কে ঢুকে যায় দশ হাজার টাকা। এর পরেই তার মোবাইলে ম্যাসেজ আসে এবং তাকে ওটিপি দিতে বলা হয়।তিনি সাথে সাথে তার আকাউন্ট নং দেন এবং ওটিপি তে পাঠান। কিছুক্ষন পরে তার আকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা চলে যায়। তিনি তার সাথে সাথেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। তিনি জানান লোনের জন্য আবেদন করতে গিয়ে আমার চরম সর্বনাশ হয়ে গেল। আমি এখন বুঝেই উঠতে পারছি না আমি কি করব এখন। আমি জানিই না আবার কবে আমি ফিরে পাব আমার টাকা। লোনের টাকা তো চলেই গেল সাথে সাথে চলে গেল পঞ্চাশ হাজার টাকা। আমার বাড়িতে আমার বাবা, মা এবং বৌ বাচ্চারা আছে। কিভাবে কি করব আমি বুঝতেই পারছি না। আমি বুঝতেই পারি নি ওটা প্রতারকের ব্যাপার। এখন আমি সর্বশান্ত হয়ে গেলাম বলে জানালেন তিনি। অবশ্য তার পাশে দাড়িয়েছেন তার পাড়া প্রতিবেশীরা। তারা জানালেন খুবই শান্ত এবং নিরিহ ছেলে ও যাই ঘটে যাক আমরা ওর পাশে আছি। ওর কিছু হতে দেব না আমরা।