Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমন একটি সরকার যার প্রায় এক ডজন নেতামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আছে। সারদা দুর্নীতিতে মদন মিত্র, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্ৰিয় মল্লিক অবশ্য এখন জামিনে মুক্ত। এই মুহূর্তে খবরের শিরোনামে শিক্ষক নিয়োগ দুর্নীতি। আর তাতেই অভিযুক্ত হাফ ডজনের বেশি নেতা মন্ত্রী। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) আর্জি খারিজ করে মন্ত্রীর অন্তর্বর্তী জামিন আবেদন বহাল রাখল আদালত। তবে জামিনের শর্ত হিসেবে আদালত মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে, তা মেনে চলতে হবে।

আদালত নির্দেশ দিয়েছে, ২৫ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর সিজিওতে হাজিরা দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তার পরেও যদি ইডি মনে করে, সমন পাঠাতে পারবে মন্ত্রীকে।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ হয় ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিটে কারামন্ত্রীকে প্রভাবশালী বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবারই কলকাতা বিচার ভবনে ইডির বিশেষ আদালতে এই মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তা হয়নি। আজ, রায় দিল আদালত।