বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডায়মন্ডহারবার কেন্দ্রের অধীনে যে ৭টা বিধানসভা আছে সেখানে প্রতি বছরের মতো এ বছরও নতুন বস্ত্র তুলে দেওয়া শুরু করেছেন। ২৫ তারিখ থেকে তিনি তাঁর দলীয় কর্মীদের মাধ্যমে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা এবং মেটিয়াব্রুজের দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন। জানা গিয়েছে, এই কেন্দ্রগুলির প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুস্থ ও প্রবীণ মানুষের জন্য এবারে পুজো উপহার পাঠিয়েছেন সাংসদ। প্রতিটি বিধানসভায় ৭০ হাজারের বেশি শাড়ি, ধুতি, লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করা হয়েছে। সঙ্গে ছিল সাংসদের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা লেখা বিশেষ কার্ডও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই উপহার সামগ্রী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও ডায়মন্ড হারবার পর্যবেক্ষক শামিম আহমেদ, স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস সহ একাধিক তৃণমূল নেতা।
শামিম আহমেদ বলেন, “প্রতিবারের মতো এবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের জন্য উপহার পাঠিয়েছেন। সাংসদ আগেই বলেছিলেন, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন উপহার। সেই প্রতিশ্রুতি রক্ষা হয়েছে। এবছরও ঘরে ঘরে পৌঁছে গেছে পুজোর উপহার।” অর্থনৈতিক অনটনে ভুগছেন এমন বহু মানুষ এই উপহার পেয়ে আনন্দিত। রাজনৈতিক মহলের মতে, এ ধরনের কর্মসূচি মানুষের সঙ্গে সাংসদের সরাসরি যোগাযোগকে আরও দৃঢ় করছে।