Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাগবাজার সর্বজনীন পুজোর সঙ্গে যুক্ত আছে বহু ইতিহাস ও কিংবদন্তি। ঐতিহ্যর বিচারে কলকাতার অন্যতম এই পুজো। বিপ্লবের আঁতুড়ঘর বাগবাজার। প্রতিবছরই বোধনের আগে থেকে শুরু হয়ে যায় পুজো মণ্ডপে দর্শকদের ভিড়। ষষ্ঠী আসলে, এই পুজো মণ্ডপ চত্বরে ভিড় থাকে চোখে পড়ার মতো। উত্তর কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম এই বাগবাজার সর্বজনীনের পুজো। এই পুজো দেখতে শহর ও শহর সংলগ্ন অঞ্চল থেকে বহু মানুষ ছুটে আসেন। মণ্ডপ থেকে প্রতিমা, প্রতিবছর একই ধাঁচের সাবেকিয়ানার রূপ বহন করে চলেছে বাগবাজার সর্বজনীন। একটু ইতিহাস ঘাঁটলে জানা যাবে, একসময় স্বয়ং নেতাজি এই পুজোয় চাঁদা দিতেন।

চলতি বছর ১০৭ বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো। নেতাজি থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বহু বিশিষ্টরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩০ সালে এই পুজো বড় আকার ধারণ করে। এরও বছর দশক আগে পুজোর শুরু। মেয়র সুভাষচন্দ্র বসু ও কলকাতা পুরসভার অল্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই মূলত এই পুজো বড় আকার ধারণ করে। এখনও সেই প্রাচীন ঐতিহ্য অনুযায়ী বিশাল উঁচু প্রতিমা। দেবীকে সাজানো হয়ে থাকে ডাকের সাজে। সোলা ও রাঙতা দিয়ে তৈরি এই ডাকের সাজের প্রতিমা একবার দর্শন করলে মনে হয় যেন জীবন সার্থক, এমনই দাবি এখানে আগত দর্শনার্থীদের।