Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূলের কাছে পুজোর আগে সুখবর। দীর্ঘদিন ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে দূরে থাকলেও আবার ঘরের ছেলে ঘরে ফিরছেন। নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে গেলেও তৃণমূলের কোনও মিটিং-মিছিলে ছিলেন না প্রাক্তন মেয়র শোভন। তবে এবার কি সেই দূরত্ব ঘুচতে চলল? পুজোর পরই কি দলে সক্রিয় হচ্ছেন শোভন? বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কালীঘাটে চলে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এরপর সন্ধ্যার পরে শোভন নিজেই জানিয়েছেন, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান। অভিষেকের সঙ্গে কী কথা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে শোভন চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, দলে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী তিনি।

শোভন চট্টোপাধ্যায় বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক ও যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে সেগুলো বাস্তবায়িত করতে চাইছেন, তা দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে। আজ, দীর্ঘক্ষণ আলোচনা করেছি।” অভিষেকের প্রশংসা করে তিনি বলেন, “আমরা ভাবি আমাদের বয়স হয়েছে। সবটা জেনে ফেলেছি। কিন্তু অভিষেকের যে চিন্তা, যে প্রসেসে কাজ করে, যেভাবে প্রয়োগ করে থাকে, তা দেখে আমি মুগ্ধ। এখনও শেখার অনেক বাকি।” একসময় মেয়র পদে ইস্তফা দিয়ে দল ছেড়েছিলেন শোভন। এরপর বিজেপিতে যোগও দেন তিনি। কিন্তু পরে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব চোখে পড়ে। প্রতি বছর মমতার কাছে ভাইফোঁটা নিতেও দেখা যায় শোভনকে। তবে রাজনীতির সঙ্গে যুক্ত নেই বহুদিন। এবার আবার দলের কাজে ফিরে আসবেন তিনি।