Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *জলপাইগুড়ি* জানা গেছে, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে চলছিল।

 

সেসময় ট্রেনের চালক সুজিত কুমার সিং ও সহকারী চালক রণজিৎ কুমার সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে ৬৮/৯-৫ পিলারের কাছে দেখতে পান রেললাইনের ওপর একটি শাবক সহ আরো দুটি হাতি। এরপর আপদকালীন ব্রেক করে ট্রেনটির গতি কমিয়ে দেন। পরবর্তীতে শাবক হাতি সহ হাতি দুটি জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যায়।
উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ডুয়ার্সের মংপং এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছিল। যদিও এদিন সেরকম কিছু না হওয়ায় খুশি পরিবেশপ্রেমীরা।