বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: আজ পঞ্চমী চন্দ্রকোনা হাওড়া গাড়িতে ঢাকিদের ভিড়। গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে অর্থের আশায় পাড়ি দিচ্ছে ঢাকিরা। দুর্গাপুজো, মনে কষ্ট নিয়েই পাড়ি দিতে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে। অনিশ্চয়তার মধ্যেই ঢাকির দল শহরে পাড়ি দিচ্ছে। এবছর রাজ্য জুড়েই বেশি বৃষ্টিপাতের জন্য ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকাতে জমেছিল জল। গত কয়েকদিন আগেও কলকাতা, জলমগ্ন হয়েছে। বেশ কিছু জায়গায় জল থাকলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা। থাকিরা চিন্তিত এই বৃষ্টিতে জমা জলে কলকাতার পুজোয় আদৌ তাদের বাজার চাঙ্গা হবে কিনা। থাকিরা জানাচ্ছেন তারা তো বুক করে সহ গ্রাম থেকে শহরে যাইনা। গ্রাম থেকে শহরে গিয়ে সেখানেই তাদের পূজো উদ্যোক্তারা তাদের সাথে কথা বলে নিয়ে যান। সারাটা বছর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তাকিয়ে থাকে ঢাকি সম্প্রদায়। দূর্গা পুজোকে কেন্দ্র করে এক মাস আগে থেকে ঢাকিদের চলে প্রস্তুতি। গ্রামের দিকে সেই ভাবে পয়সা মেলে না তাই তারা গ্রাম ছেড়ে যায় শহরে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে এখানে থাকলেও পুজোর সময় তারা পাড়ি দেয় শহরে।