বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আনন্দ মহিন্দ্রার এক শিক্ষামূলক ভিডিও। চিনের একটি শিশুশিক্ষা কেন্দ্র। এভাবেই বাচ্চাদের ‘মানুষ’ করে তুলতে হয়।
আনন্দ মহিন্দ্রা শুধু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়, তিনি যথেষ্ট সমাজ সচেতন মানুষ। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এবার তিনি শিশু শিক্ষার একটি ভিডিও প্রকাশ করলেন। ভিডিওটি চিনের একটি শিশুশিক্ষা কেন্দ্রের। সেখানে দেখা যাচ্ছে,
শিক্ষক এসে টেবিলে রাখা খেলনাগুলো ছড়িয়ে দেন। এর পর শিশুরা ক্লাস রুমে আসে। একে একে বাচ্চারা সব খেলনা নির্দিষ্ট জায়গায় রেখে দেয় এবং টেবিলগুলিকেও জায়গা মত রেখে দেয়। এভাবেই শিশুদের শেখানো হয়, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হয়।
আনন্দ মহিন্দ্রা একটা কথা স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন, প্রত্যেক শিশুকেই শিশুকাল থেকেই গোছানো ও পরিচ্ছন্ন হওয়া উচিত। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার সময়, আনন্দ মাহিন্দ্রা ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ একটি ধারণা… একইভাবে, পরিষ্কার, পরিচ্ছন্নতা এবং সহযোগিতা আমাদের মৌলিক শিক্ষার একটি অংশ হতে হতে পারে। আমরা কি এই অনুশীলনটিকে প্রাক-বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের একটি আদর্শ অংশ করতে পারি?’ এর থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কিছু গ্রহণ করবে কি না জানি না কিন্তু খুব অভিনব আইডিয়া। আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিওতে অনেকেই তাদের মতামতও দিচ্ছেন। এক ব্যবহারকারীর মন্তব্যে তিনি লিখেছেন, ‘আইডিয়াটা খুব ভালো কিন্তু স্কুলের পরিবর্তে আমাদের এই সব কাজ বাড়িতে করা উচিত।’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এর দারুণ প্রয়োজন রয়েছে এবং এটি অবশ্যই ভবিষ্যত প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।’ এভাবেই অনেক ভালো ভালো মন্তব্যে ভরে উঠেছে।