বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সুপ্রিম কোর্টের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে অভিযোগ জানিয়েছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা পায়নি সুপ্রিমকোর্ট। সেজন্য সেটি খারিজ হয়ে গেল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সম্পত্তির পরিমাণ কত? সেই সম্পর্কে জানতে চেয়েছেন বিচারপতিরা। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তারপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি।
সন্দেশখালিতে ইডির উপর আক্রমণের পরে মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে আর আইন-শৃঙ্খলার পরিস্থিতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত? সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। এছাড়াও বিচারপতি অমৃত সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে। লিপস এন্ড বাউন্ডস সংস্থার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন তিনি।
বিচারপতি যাতে এই ধরনের মন্তব্য করতে না পারেন। সেই আর্জি জানানো হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যাতে আর মামলা না ওঠে, সেই দাবি করা হয়। এছাড়াও অমৃতা সিনহার এজলাস থেকে বিচারাধীন মামলা সরিয়ে নিয়ে যাওয়া হোক। এই আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন অভিষেক।
আদালত ও আদালতের বাইরে একাধিক মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই সব মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনই দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এইসব মন্তব্য করার জন্য বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিক। এমন আর্জি করা হয়।