Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোনও ধর্তব্যের মধ্যেই আনছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে এবার মোদী সরকারকে আল্টিমেটাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে সব বকেয়া পরিশোধের জন্য সাতদিনের সময় বেধে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি এই সময়ের মধ্যে টাকা না দেয়, তাহলে তাঁর দল ব্যাপক বিক্ষোভ শুরু করবে।

দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার টাকা না দিলে তৃণমূল রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু করবে।

সরকারি পরিসংখ্যান দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে রাজ্যের। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯৩৩০ কোটি, এজিএনআরইজিএ-তে ৬৯০০ কোটি, জাতীয় স্বাস্থ্য মিশনে ৮৩০ কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৭৭০ কোটি, স্বচ্ছ ভারত মিশনে ৭৭০ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়াও আরও অন্য প্রকল্পেও টাকা বকেয়া রেখেছে কেন্দ্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসের ২০ তারিখ বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কথা বলেছিলেন। সেই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে পারেন। তারপর থেকে একমাস কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থাগুলি তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত চালাচ্ছে রেশন দুর্নীতি নিয়েও। এছাড়া মুখ্যমন্ত্রী যেসব কেন্দ্রীয় প্রকল্পগুলিতে টাকা বকেয়া থাকার কথা বলেছেন, সেগুলিতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে মুখ্যমন্ত্রী এইসব অভিযোগ মানতে সেরকম একটা রাজি নন। তিনি ইডি-সিবিআই-এর অভিযান ও গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়ে দলীয় নেতাদের পাশেই দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *