বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বাংলায় রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজে না প্রশাসনের। বিহার ঘুরে ফের বাংলায় প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বহরমপুর সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় সভা করার কথা আছে রাহুল গান্ধীর। কিন্তু মালদহ, বহরমপুরে একের পর এক ধাক্কা!
মালদহের সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি দিল না প্রশাসন। এমনকি অধীর গড় বহরমপুরেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) রাত্রিবাসে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ কংগ্রেস শিবির।
এই প্রসঙ্গে কংগ্রেসের দাবি, ভালুকার সেচ দফতরের অতিথিশালায় দলের নেতা-কর্মীরা রাহুল গান্ধীর (Rahul Gandhi) দুপুরের খাওয়ার আয়োজন করেছিল। সেই মতো প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়। নিয়ম মেনে লিখিত আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন প্রশাসনের তরফে খারিজ করে দেওয়া হয় বলে দাবি প্রদেশ নেতৃত্বের।
এই প্রসঙ্গে জেলা প্রশাসনের দাবি, মালদহ সফরে ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার কোনও সরকারি অতিথিশালায় থাকা-খাওয়ার অনুমতি কাউকেই দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে।
যদিও অনুমতি না দেওয়ার পিছনে অন্য রাজনৈতিক গন্ধ পাচ্ছে কংগ্রেস। জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি মালদহে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা। সেই দিনই মালদহে একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই হেভিওয়েটের হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ।
ইতিমধ্যে রাহুল গান্ধীর পদ যাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কটিহার-লাভা ৩১ নং জাতীয় সড়ক ধরে মালদহে প্রবেশ করার কথা আছে রাহুলের পদ যাত্রা। সেভাবেই বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা মোহড়া পাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছবে এই পদ যাত্রা।
ভালুকায় দুপুরে আহার করে মালদহে উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদ যাত্রা।
তবে সরকারি অতিথিশালা না পাওয়ায় অন্য কোনও জায়গায় রাহুল গান্ধীর খাওয়া এবং থাকার ব্যবস্থা কংগ্রেসের তরফে করা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাহুলকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহড়া পাড়ায় চলছে প্রস্তুতি।
তৈরি হচ্ছে বড়ো বড়ো স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ। বাংলা ও বিহারের কংগ্রেসের নেতা কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন। মালদার মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাহুলের কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতা কর্মীরা।