বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আদানিদের বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্টের মামলায় সিবিআইয়ের হাতে তদন্তভার দিতে নারাজ সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তের আর্জি খারিজ করে সেবির হাতেই তদন্তের ভার বহাল রাখল শীর্ষ আদালত। তবে ৩ মাসের মধ্যে সেবিকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছিল মামলার রায়দান। সেবির বিরুদ্ধে তদন্তে পক্ষপাতের অভিযোগ করা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে। যেহেতু আদানিদের সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠতা রয়েছে সেহেতু সেবি তদন্তে পক্ষপাত করছে বলে অভিযোগ করা হয়। সেকারণে হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লেখ দুর্নীতির তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি জানানো হয়েছিল।