বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সন্দেশখালির ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শেখ শাহজাহান। কোথায় তিনি? তার খোঁজে তল্লাশি হচ্ছে। তিনি কি বাংলাদেশ পালিয়ে গিয়েছেন? সেই চর্চাও হচ্ছিল শনি ও রবিবার। কিন্তু জানা গিয়েছে এখনও তিনি দেশ ছাড়েননি। সন্দেশখালির মধ্যেই রয়েছেন শেখ শাহাজাহান।
লুকআউট নোটিশ তার নামের জারি হয়ে গিয়েছে। এলাকায় বেতাজ বাদশা নামে পরিচিত এই তৃণমূল নেতা। তার খোঁজে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস শাজাহানকে গ্রেফতারের কথা জানিয়েছেন। ফলে চাপ বাড়ছে তার উপর যথেষ্ট। এই কথা মনে করছে রাজনৈতিক মহল।
শুক্রবারের পর থেকে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে। শেখ শাহজাহান কোথায়? কেন তাকে এখনও ধরা যাচ্ছে না? তিনি কি কপ্পুরের মতো উবে গেলেন? না কি গা ঢাকা দিয়ে রয়েছেন সন্দেশখালিরই কোনও এলাকায়?
পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকা সন্দেশখালি। এখান থেকে নদীপথ ও সড়কপথে বাংলাদেশে দ্রুত পৌঁছে যাওয়া যায়। ইডি আক্রান্ত হয়েছিল সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পরেই। তারপর থেকে রাজ্য রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী। জানা গিয়েছে শুক্রবার সকাল থেকেই গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। তারপর থেকে তার কোনও প্রকাশ্যে চেহারা দেখতে পাওয়া যাচ্ছে না।
রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন শেখ শাজাহান সন্দেশখালিতেই রয়েছেন। গা ঢাকা দিয়ে রয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা। জানা যাচ্ছে, শেখ শাহজাহান সন্দেশখালি এলাকাতেই থাকছেন। স্থানীয়রাও তাকে দেখেছেন বলে জানাচ্ছেন। কিন্তু কেউই সামনাসামনি কোনও কথা বলতে রাজি নন। কারণ, শেখ শাহজাহান নামের সঙ্গেই একটা ভয় জড়িয়ে আছে বলে খবর। সে কারণেই এলাকার মানুষজন কার্যত মুখে কুলুপ এঁটে রয়েছেন।
বাংলাদেশে রবিবার নির্বাচন ছিল। সেই কারণে সীমান্তে সেই দেশেও কড়া পাহারা রয়েছে। সীমান্ত পেরিয়ে শেখ শাহজাহান এখনও বাংলাদেশে যেতে পারেননি। এমন কথা মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি সঙ্গী সাথীদের নিয়ে সন্দেশখালির কোনও জায়গাতে গা ঢাকা দিয়ে রয়েছেন। এমনই মনে করা হচ্ছে। কিন্তু ইডি আক্রান্ত হওয়ার তিন দিন পরেও কেন তার কাছে পৌঁছতে পারলো না পুলিশ? এই প্রশ্ন জোরালো হচ্ছে।
জানা গিয়েছে, শেখ শাহজাহান কোনও মোবাইল ফোন ব্যবহার করছেন না। অত্যন্ত ঘনিষ্ঠদের সঙ্গেও কোনও যোগাযোগ রাখছেন না তিনি কেবল বিশ্বস্ত সঙ্গীদের সঙ্গেই এই তৃণমূল নেতাকে দেখতে পাওয়া গিয়েছে।