Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

সন্দেশখালিতে ইডির উপর হামলার ৫ দিন হয়ে গেল এখনও অধরা তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা শাহাজাহান শেখ। এরই মাঝে বিতর্ক বাড়াতেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেেছন, শুধু সন্দেশখালিতে হয়েছে। এবার জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, বাংলা জুড়ে জনবিস্ফোরণ দেখবে ইডি-সিবিআই।

শোভনদেব চট্টোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছেন গোটা রাজ্যে যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে গোটা রাজ্যে এবার জনবিস্ফোরণ ঘটবে। সন্দেশখালিতে হয়েছে এবার গোটা রাজ্যে জায়গায় জায়গায় ইডির বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটবে। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এমনকী তাঁর দাবি সবে বাংলায় হয়েছে এবার গোটা দেশে এমন ঘটনা ঘটবে।

সরাসরি এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ওদের ইডি-সিবিআই রয়েছে আর আমাদেরও ছাত্রসংগঠন রয়েছে। অর্থাৎ ছাত্র যুবারা রয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলবে। এককথায় সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনার সমর্থন জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিকে গত শুক্রবারের পর আজ পাঁচ দিন হল এখনও এই ঘটনায় একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। অধরা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ। তাঁর মদতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। সেইদিনের ঘটনার পর থেকে শাহজাহান শেখের টিকিটি পায়নি কেউ। এদিকে এলাকার বাসিন্দারা দাবি করেছেন তিনি সন্দেশখালিতেই রয়েছেন। এবং প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। সন্দেশখালির বাঘ তিনি। সময় হলেই বেরিয়ে আসবেন।
অন্যদিকে গতকাল রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা জানিয়েছেন, যে বা যাঁরা আইন হাতে তুলে নিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা কোনও ভাবেই ছাড়া পাবে না। এদিকে এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। বিরোধীরা দাবি করেছে প্রথমে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল শাহজাহা শেখ। কিন্তু ইডি লুক আউট নোটিস জারি করায় সেটা করতে পারেনি। এখন সন্দেশখালিতেই গা ঢাকা দিয়ে রয়েছে সে। ইতিমধ্যেই এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি।

রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী প্রথমেই দাবি করেছিলেন, শাহজাহান শেখ সন্দেশখালিতেই রয়েছেন। তাঁকে আশ্রয় দিয়ে রেখেছে গ্রামেরই এক পঞ্চায়েত প্রধান। সেখানেই আত্মগোপন করে রয়েছেন তিনি। এমনকী শাহাজাহান শেখের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে বলে দাবি করেছেন তিনি। শুভেন্দুর এই দাবির পরেই একের পর এক গ্রামের লোকেরা দাবি করতে থাকেন যিনি কোনও অপরাধ করেনি তিনি লুকিেয় থাকবেন কেন। সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান শেখ। সঠিক সময়ে প্রকাশ্যে আসবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *