বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :-সন্দেশখালি কান্ড ঘটিয়ে শেখ শাজাহান কি বল বিজেপির হাতে তুলে দিলো? – প্রশ্ন রাজনৈতিক মহলের। কারণ বিজেপির হাতে আন্দোলনের অস্ত্র তুলে দিলো তারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার এই অভিযানের ডাক দেওয়া হয়। মিছিল করে তাঁরা থানার দিকে এগোলে মাঝপথেই বাধা পান। ব্যারিকেডে আটকে পড়েন সুকান্তরা। এরপরই শুরু হয় ধস্তাধস্তি। ফেলে দেওয়া হয় গার্ডরেল। সুকান্তদের মিছিল সেখানে পৌঁছতেই বিজেপির মিছিল আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই অশান্তি বাধে। বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি।
পুলিশের যুক্তি, ১৪৪ ধারা জারি থাকার কারণে মিছিল আটকানো হয়। পাল্টা সুকান্ত দাবি করেন, এতদিন পর এদিনই হঠাৎ কেন ১৪৪ ধারা জারি করা হল? পুলিশকে সুকান্ত প্রশ্ন করেন, “১ কিলোমিটার আগে থেকে ১৪৪ ধারা আছে মেনে নিলাম। তাহলে ২০ কিলোমিটার ২৫ কিলোমিটাক আগে ব্যারিকেড কেন?” পুলিশ অবশ্য এলাকায় শান্তি শৃঙ্খলার কথা বলেছেন।
সুকান্ত মজুমদার এর পরেই বলেন, “১৪৪-এর কোনও কেস নম্বর নেই। কোনও নোটিস দেওয়া হয়নি।অথচ বলছে ১৪৪ ধারা। সুকান্ত মজুমদার এলে নাকি শান্তি বিঘ্নিত হবে বলছে। ওদিকে সবুজদ্বীপের রাজা শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন।” এরইমধ্যে এক মহিলা বিজেপি কর্মী দাবি করেন, তাঁর চুড়ি ভেঙে দিয়েছে পুলিশ। সবটা মিলিয়ে বেশ আরাজক পরিস্থিতি তৈরী হয়।