বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কনকনে িহমেল হাওয়া গায়ে মেখেই মকরস্নানের প্রস্তুতি নিচ্ছে গঙ্গাসাগর। গতকাল রাত থেকেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল নেমেেছ। এবার অনেক্ষণ ধরে রয়েছে মকরস্নানের মাহেন্দ্রযোগ। সেকারণে আগে থেকেই পুণ্যার্থীরা ভিড় করতে শুরু করে দিয়েছেন।
গতকাল থেকে কলকাতা সহ গোটা রাজ্যের তাপমাত্রার পারদ হু হু করে নেেম গিয়েছে। ঠাণ্ডায় কাঁপছে গোটা বাংলা। গোটা উত্তর ভারতের পরিস্থিতিই তাই। উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে। তার মধ্যেই ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী গতকাল রাত থেকেই ভিড় করতে শুরু করেছেন গঙ্গাসাগর মেলায়।
প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে সাগর মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের আরও ভিড় বাড়বে। কপিল মুনির আশ্রমে ভোর থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। কাকভোর থেকে পুন্যার্থীরা কপিল মুনির আশ্রমে পুজো দিতে ভিড় করছেন। সাগরতটে পুজো অর্চনা শুরু হয়ে গিয়েছে। অসংখ্য সন্ন্যাসীরা হাজির হয়েছে এখানে।
গত বুধবার থেকেই যদিও সাগরে স্নান শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তার কড়াকড়ি রয়েছে মেলা চত্ত্বরে। পুণ্যার্থীদের যাতে কোনও রকম সুবিধা নায় হয় তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ১৩০০০ পুলিশ ও সিভিল ডিফেন্স বোম স্কোয়াড দিয়ে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে, গঙ্গাসাগর মেলা।
সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করছেন পুলিশ সুপার কটেশ্বর রাও। গোটা মেলা চত্বরে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা মেলায় নজরদারির পাশাপাশি আপৎকালীন বিষয়গুলো নজর দিয়ে আপৎকালীন বাহিনী ও প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্সের টিম কে রিজার্ভে রাখা আছে তার পাশাপাশি পেট্রোলিংয়ের জন্য লঞ্চ পেট্রোলিং স্পিডবোট পেট্রোলিং ইত্যাদি বিষয়ের উপরে অন্যজন রাখা হচ্ছে। এমনটাই জানাচ্ছেন পুলিশ সুপার কটেশ্বর রাও।
এদিকে মকরস্নানের মাহেন্দ্রযোগ শুরু হচ্ছে রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে। সোমবার দুপুর ১২টা১৩ মিনিট পর্যন্ত থাকবে সেই মাহেন্দ্র যোগ। সেকারণে আজ অর্থাৎ রবিবার আরও বিড় ভিড়বে গঙ্গাসাগর মেলায়। আজ সারারাতই খোলা থাকবে কপিল মুিনর আশ্রম। মেলায় সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াচটাওয়ার থেকে চলছে নজরদারি। শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। গঙ্গাসাগর মেলায় করোনা পরীক্ষারও ব্যবস্থা রয়েছে। কেউ জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তার করোনা পরীক্ষা করা হবে।