বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
দুদিন থেকে সেভাবে ঠান্ডা না পড়লেও কুয়াশায় অন্ধকার গোটা শিলিগুড়ি। সকাল থেকেই ঠান্ডা হাওয়া এবং মেঘলা আবহাওয়ার কারনে বাস আসতে এবং ছেড়ে যেতে দেরী করছে তেনজিং নোরগে বাস টার্মিনার্সে। অনেকেই অপেক্ষায় থেকে বসে থাকছেন। কারন হিসাবে আধিকারিকেরা দেখিয়েছেন কুয়াশাকেই। সকাল থেকে সেভাবে ঠান্ডা না পড়লেও এত কুয়াশা থাকে যে রাস্তায় আটকে পড়ে শিলিগুড়িগামী সব বাসই।ফলে যাবার সময় সেই একই অবস্থা হয়ে পড়ে তেনজিং নোরগে বাস টার্মিনার্সে। সেকারনেই আজ থেকে সব বাসই দেরী করে ছাড়বে এবং কম ছাড়বে জানা গেছে তেনজিং নোরগে বাস টার্মিনার্সে। এখন পর্যটনের ভরা মরশুম। তাই ট্রেনের সাথে সাথে বাসেও ভীড়। কিন্তুু এত কুয়াশার কারনে বাস ছাড়তে দেরী করছে বলে জানা গেছে কতৃপক্ষের তরফ থেকেই। এদিন প্রায় নটি বাস কম ছাড়ে। যেকটি বাস ছাড়ছে সবকটিতে ভীড় যথেষ্ট আছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। তবে বাস আবার স্বাভাবিক ভাবেই চলবে বলে জানিয়ে দিয়েছেন তারা। কোন সমস্যা হবে না জানিয়েছেন আধিকারিকেরা।