বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভারতের মহাকাশ গবেষণায় আরও বড় এক সাফল্য। প্রথম সৌরযান Aditya-L1। দীর্ঘ প্রায় চারমাস পথ পেরিয়ে নির্দিষ্ট কক্ষপথ পয়েন্ট (L1)-এ পৌঁছে গেল। সকাল থেকেই একেবারে টানটান উত্তেজনা ছিল ইসরোতে। আগেই মাহেন্দ্রক্ষণের সময় জানানো হয়েছিল।
সেই মতো চারটের কিছু পরেই নির্দিষ্ট পয়েন্ট (L1)-এ পৌঁছে গেল মহাকাশ যান। সফল ভারতের সৌর গবেষণা। ইতিমধ্যে এই সাফল্যের পরেই ভারতীয় গবেষণা সংস্থাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
জানা গিয়েছে, আগামী পাঁচ বছর নির্দিষ্ট এই L1 পয়েন্টে থেকেই সূর্যকে নিয়ে গবেষণা চালাবে ভারতের এই মহাকাশ যান। আর তাতে সামনে আসছে সূর্যকে নিয়ে নানা অজানা তথ্য। মহাকাশ বিজ্ঞানে নয়া দিগন্ত খুলে যাবে বলেও মনে করছেন বিজঙ্গানীরা।