বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
এ বছর আবহাওয়ার এমন ব্যাপক ভোলাবদল কেউ আশা করে নি। হঠাৎ জানুয়ারীতেই শীত পালালো। তবে আর নেই দেরী। অবশেষে জমিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে। উত্তর পশ্চিম কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে আর বাধা নেই। আজ থেকেই রাতের তাপমাত্রা কমা শুরু হবে। আর শুরু হবে শীতের দ্বিতীয় ইনিংস। আগামী ১-২ দিনের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডায় পড়বে দক্ষিণের জেলাগুলি। চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রাই বেশ কিছুটা কমতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণের জেলাগুলোতে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। পশ্চিমের জেলা গুলিতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা। শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। অবশেষে ফিরতে চলেছে শীত। পৌষ সংক্রান্তির আগেই শুরু হবে শীতের আমেজ। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়।
উত্তরবঙ্গে শীত ভালো আছে। এই মুহূর্তে দার্জিলিং ছাড়া অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।