বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বৃষ্টির আর শীতের যৌথ আক্রমণে বাংলা বেশ নাজেহাল। গতকাল তো দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ভালো বৃষ্টির হয়েছে। আজকেও কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না।
আলিপুর হাওয়া অফিস প্রেস রিলিজ প্রকাশ করেছে। আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে নিচে থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গ যথেষ্ট কম্পন ধরিয়েছে। প্রবল ঠান্ডায় খারাপ অবস্থা। শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। কুয়াশার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তরবঙ্গকে।