মদনমোহন সামন্ত, সন্দেশখালি, ১২ ফেব্রুয়ারি ২০২৪ :— আজ সোমবার আরএসপি’র ছাত্র-যুব-মহিলা সংগঠন পি.এস.ইউ, আর.ওয়াই.এফ এবং নিখিল বঙ্গ মহিলা সংঘ সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতিতে অসহায় গ্রামবাসীদের সাথে কথা বলতে সন্দেশখালি পৌঁছায়। ধামাখালি ঘাট থেকে মিছিল করে সন্দেশখালি থানায় ডেপুটেশন দিতে যায়।
প্রশাসন মাঝপথে মিছিল আটকে দেয় এবং ডেপুটেশন নিতে অস্বীকার করে। ঘটনাস্থলে রাজ্যপাল উপস্থিত ছিলেন, সংগঠনের নেতৃত্ব ওনার হাতে ডেপুটেশনের একটি কপি তুলে দেয়। উপস্থিত ছিলেন পি.এস.ইউ এর সাধারণ সম্পাদক নওফেল মহা সফিউল্লা, আর.ওয়াই.এফের রাজ্য সম্পাদক আদিত্য জোদ্দার, নিখিল বঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদিকা সর্বাণী ভট্টাচার্য এবং সভানেত্রী সুচেতা বিশ্বাস ও আরএসপি উত্তর ২৪ পরগণার জেলা সম্পাদক মিহির পাল ও পিএসইউ এর রাজ্য সহসভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ যে সকল সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দিতে হবে এবং শেখ শাহজাহান, শিবু হাজরা সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে এলাকার সকল নাগরিকদের নিরাপত্তা দিতে হবে এই দাবি নিয়ে তাঁরা সোচ্চার হন।