Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হাতে কোন অস্ত্র নেই তাই গোলমাল লাগাতে চেষ্টা করে যাচ্ছে বিজেপী জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আজকে জানালেন বিজেপী হিন্দুর তাস খেলাতে চাইছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে এতে কোন লাভ হবে না তাদের।

 

 

বিজেপী নিজেরাই বুঝতে পেরে গেছে এবারের লোকসভা নির্বাচনে তাদের ফল ভালো হবে না। তাই তারা কিছু বলে মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। বিজেপীর এই চালাকি মানুষ বুঝতে পেরে গেছে তাই আর এইভাবে বিজেপী বাংলাতে ভোট পাবে না। এবারে বিজেপী এইভাবে জিততে পারবে না। বিজেপী একের পর এক ভুল করে যাবে আর মানুষ সবকিছু মেনে নেবে সেটা ভেবে যদি ওরা ভাবে ওরা জিতে যাবে সেটা একেবারেই ভুল।মানুষ এখন সবকিছু বোঝে তাই আর এইভাবে মানুশকে ঠকিয়ে ভোটে জেতা যাবে না। গোটা বাংলাজুড়ে অরাজকতা তৈরী করে বিজেপী ভাবছে ওরা এবার বাংলার দখল নেবে সেটা কোনভাবেই হবে না। এইভাবে বিজেপী জিতবে না এখানে। একের পর এক চমক দিয়ে অন্য রাজ্যে পার পেতে পারে বিজেপী কিন্তুু এই বাংলাতে সেটা হবে না বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। একটু দাড়ান সময় বলে দেবে বিজেপীর বাংলার মাটিতে আগামী ভবিষ্যত, জানালেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *