Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চলছে নেশা মুক্তি অভিযান কর্মসূচি। সেখানেই আজব পরামর্শ বিজেপি শাসিত রাজ্যের ক্যাবিনেটমন্ত্রীর।

ভোপালে এক কর্মসূচিতে মধ্যপ্রদেশের ক্যাবিনেটমন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা মহিলাদের উদ্দেশে বলেছেন, স্বামীদের বাড়িতেই মদ খাওয়ার বন্দোবস্ত করতে। তাতে তারা লজ্জা বোধ করবেন বলেই মনে করেন মন্ত্রিমশাই।

মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার ও প্রতিবন্ধী ক্ষমতায়নমন্ত্রী বলছেন, যে সব পুরুষ বাইরে মদ খেয়ে বাড়িতে আসন, তাদের স্ত্রীদের কিংবা মা-বোনেদের উচিত মদ নিয়ে বাড়িতেই খাওয়ার বন্দোবস্ত করা। তারা যদি বাড়িতে মহিলা ও শিশুদের সামনে বসে মদ খায়, তবে লজ্জাবোধ করবে এবং ধীরে ধীরে মদ খাওয়া ছেড়ে দেবে। তিনি রাজ্যের রাজধানীতে নেশা মুক্তি অভিযানের অধীনে জাগ্রত রথের পতাকাও ওড়ান।

মন্ত্রী মহিলাদের উদ্দেশে বলেছেন, মদ্যপ অবস্থায় বাড়িতে আসা পুরুষদের খাবার দেওয়া উচিত হবে না। জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে নারায়ণ সিং কুশওয়াহা বলেছেন, যারা মদ খেয়ে বাড়িতে আসে, তাদের জমন্য খাবার রান্না করা উচি নয়। তিনি মহিলাদের উদ্দেশে ‘বেলান’ দল তৈরির পরামর্শ দিয়েছেন। মন্ত্রী আরও বলেছেন, যারা মদ খেয়ে বাড়িতে আসেন, তাদের বেলান দেখাতে হবে। তিনি বলেছেন, অনেকে এটা করতে সক্ষম হন না। তবে মূল্যবোধ যেন অন্যায় বন্ধ করার পথে বাধা তৈরি না করে, তার জন্যও পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

রাজ্যে মদ নিষিদ্ধ করার বিষয়ে মন্ত্রী বলেছেন, মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। মাদক ও অ্যালকোহলের অপব্যবহার নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে শুক্রবার ভোপালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই বিজেপি নেতা।

এদিকে মন্ত্রীর এই মন্তব্যের জবাব দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা মুকেশ নায়েক বলেছেন, মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তার বোধানোর পদ্ধতি ভুল। তিনি বলেছেন বাড়িতে মদ্যপান করা সংঘাত ও গার্হস্থ হিংসার কেন্দ্রে পরিণত হতে পারে। কংগ্রেস নেতা বলেন, মন্ত্রীর উচিত ছিল মদ্যপান না করার পরামর্শ দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *