Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত ১৮ জুনের ইউজিসি নেট পরীক্ষা শেষ মুহূর্তে বাতিল করেছিল এনটিএ। এরপর এনটিএর তরফে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এব্যাপারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজ্ঞপ্তিও জারি করেছে।

ডার্কনেটে প্রশ্ন ফাঁসের পরে তা টেলিগ্রাম অ্যাপে ভাইরাল হয়ে যায়। তারপরেই পরীক্ষা বাতিল করে শিক্ষা মন্ত্রক। পরীক্ষার স্বচ্ছ্বতা ও পবিত্রতা রক্ষায় সরকারি তরফে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে হয় এবং প্রশ্ন ফাঁসের তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। এর প্রায় দিন দশেক পরে নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ। এই সব পরীক্ষাই হবে কম্পিউটার ভিত্তিক।

এনটিএ জানিয়েছে NCET 2024 পরীক্ষা হবে ১০ জুলাই। এরপর ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে CSIR UGC NET অনুষ্ঠিত হবে। এছাড়া সারা ভারতে আয়ুষের স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা ২০২৪ নির্ধারিত ৬ জুনাই অনুষ্টিত হবে।

এনটিএ জানিয়েছে, আগে স্থগিত করা এনসিইটি ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ২৫-২৭ জুলাইয়ের মধ্যে CSIR UGC NET অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া ইউজিসি নেট পরীক্ষাগুলি ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে।

এই বছর জুনের ইউজিসি নেট পরীক্ষার জন্য সারা দেশে ৩১৭ টি শহরের ১২০৫ টি পরীক্ষা কেন্দ্র নির্ধারিত ছিল। এই পরীক্ষার জন্য ১১,২১,২২৫ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। এঁদের মধ্যে ৪,৮৫, ৫৭৯ জন পুরুষ, ৬,৩৫,৫৮৭ জন মহিলা এবং ৫৯ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী।

এদিকে, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ করে দিল্লির যন্তরমন্তরে ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের বিক্ষোভ শনিবার চতুর্থ দিনে পড়েছে। বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন কেওয়াইএস-সহ বিভিন্ন সংগঠন এনটিএ পরিচালিত পরীক্ষায় কারচুপির অভিযোগ করে যন্তরমন্তরে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি, এনটিএ ভেঙে দিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *