বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতিদিনই প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। ভোটের পর জেলে অথবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এমন কথাই ছুঁড়ে দিলেন বিজেপির এই প্রার্থী।
‘দাদাগিরি’ নিয়ে কথা চর্চিত হচ্ছে। দিলীপ ঘোষ কি দাদাগিরি করছেন? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। প্রচারে বেরিয়ে বা প্রাত:ভ্রমণে গিয়ে আক্রমণাত্মক কথা বলছেন দিলীপ। প্রতিদিনই রাজ্য রাজনীতিতে শুরু হচ্ছে চর্চা।
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে লক্ষ্য করেও মন্তব্য করছেন তিনি। কখনও কীর্তি কটা ছয় মেরেছেন? সেই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছেন। আবার ‘বহিরাগত’ শব্দ প্রয়োগ করে হারিয়ে বাড়ি পাঠানোর কথাও বলেছেন।
এবার তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর কথায়, “ভোট পর্যন্ত আমরা আইন মেনে চলছি। তারপর হয় জেলে যাবে। না হয় বাংলাদেশে।” এই বক্তব্য ঘিরে জোর চর্চা চলছে।
তিনি আরও বলেন, “দিলীপ ঘোষ এখনও দাদাগিরি শুরু করেনি। ওরা টুকটাক করছে। যেদিন একটা কামারের ঘা মারব না, ঠিক হয়ে যাবে।” বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। এমনই অভিযোগ করা হচ্ছে। সেই কারণেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এমন মন্তব্য করছেন। মত বিজেপি নেতাদের একাংশের।
বৃহস্পতিবার প্রাত:ভ্রমণে যান দিলীপ ঘোষ। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন তাঁকে৷ বর্ধমান – দুর্গাপুরের জেলা তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। ” দাওয়াই তো সিবিআই – ইডি দিচ্ছে। ভোটের আগে, ভোটের পরে। ওখানে অনেকে গিয়ে থাকবেন। বাড়ির ভাত খেতে পারবেন না।”
“দিলীপ ঘোষ এসে গিয়েছে। অভ্যাস বদলান।” তৃণমূল কর্মীদের প্রতি এই বার্তাও দিয়েছেন বিজেপি প্রার্থী।