Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন যদি এখনই অনুষ্ঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রী রেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ৩৪২ টি আসন পেতে পারে। একমাস আগে করা সমীক্ষার থেকে সাতটি বেশি।

অর্থাৎ বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে, সমীক্ষায় এমনটাই দাবি করা হচ্ছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দেখানো হয়েছে।

এক্ষেত্রে এনডিএ পেতে পারে ৩৯৯ টি আসন। যা একমাস আগে করা সমীক্ষার থেকে ২১টি বেশি। মার্চের শুরুতে প্রকাশ করা এই একই সংস্থার সমীক্ষায় দেখানো হয়েছিল এনডিএ ৩৭৮ টি আসন পেতে পারে। এর আগে গত বছর এই একই সংস্থার করা সমীক্ষায় বলা হয়েছিল ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩১৫ টি আসন।

সমীক্ষায় বলা হয়েছে, তৃণমূলকে বাদ দিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ৯৪ টি আসন জিততে পারে। অন্যদিকে, তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস ও বিজেডির মতো দল এবং নির্দলরা জিততে পারে ৫০ টি আসন। দলের নিরিখে বিজেপি পেতে পারে ৩৪২, কংগ্রেস ৩৮, তৃণমূল ১৯, ডিএমকে ১৮, জেডিইউ ১৪, টিডিপি ১২, আপ ৬, এসপি ৩ ও অন্যরা ৯১ টি আসন।

পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২২ টি, তৃণমূল ১৯ এবং কংগ্রেস একটি আসন। সমীক্ষায় বলা হয়েছে বিজেপি এবারও গুজরাত থেকে সবকটি অর্থাৎ ২৬ টি আসনেই জয় পেতে পারে। উত্তর প্রদেশের ৮০টির মধ্যেএকাই ৭৩ টি আসনে জয় পেতে পারে তারা। এছাড়া রাষ্ট্রীয় লোকদল ও আপনা দল দুটি করে আসন পেতে পারে।
এছাড়াও বিজেপি যেসব রাজ্য থেকে উল্লেখযোগ্য ফল পেতে পারে তার মধ্যে রয়েছে বিহারে ৪০-এর মধ্যে ১৭, ঝাড়খণ্ডে ১৪-র মধ্যে ১২, কর্নাটকে ২৮-এর মধ্যে ২২, মহারাষ্ট্রে ৪৮-এর মধ্যে ২৭, ওড়িশায় ২১-এর মধ্যে ১০, ছত্তিশগড়ে ১১-র মধ্যে ১০, অসমে ১৪-এর মধ্যে ১১টি।

গুজরাত ছাড়াও যে রাজ্যগুলি থেকে সব আসন বিজেপি পেতে পারে তার মধ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ (দুটি), ত্রিপুরা (দুটি), গোয়া (দুটি), হরিয়ানা (১০টি), হিমাচল প্রদেশ (চারটি), উত্তরাখণ্ড (পাঁচটি), আন্দামান (একটি), চণ্ডীগড় (একটি), লাদাখ (একটি), পুদুচেরি (একটি), দিল্লি (সাতটি), মধ্যপ্রদেশ (২৯টি), রাজস্থান (২৫টি)।
এছাড়াও সমীক্ষায় বলা হয়েছে কেরল ও তামিলনাড়ু থেকে এবার বিজেপি খাতা খুলতে পারে। দুই রাজ্য থেকেই তিনটি করে আসন পেতে পারে গেরুয়া শিবির।

সমীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে বলা হয়েছে, এক থেকে ত্রিশ মার্চের মধ্যে ৫৪৩ টি নির্বাচনী এলাকায় সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে উত্তরদাতার সংখ্যা ছিল ১,৭৯,১৯০। এর মধ্যে পুরুষ ছিলেন ৯১,১০০ এবং মহিলা ছিলেন ৮৮,০৯০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *