Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রকাশ্যে দল-বিরোধী কথা বলায় সঞ্জয় নিরুপমের (Sanjay Nirupam) বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল কংগ্রেসের অন্দরে। এবার সেই নেতাকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস (Congress)। আগামী ৬ বছরের জন্য আর কংগ্রেস দলের সদস্য হতে পারবেন না সঞ্জয় নিরুপম। মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি।

 

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে কংগ্রেস সভাপতি (Congress President) মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন।

গত কয়েকদিন ধরেই সঞ্জয় নিরুপমকে ঘিরে জল্পনা বাড়ছিল। কয়েকদিন আগেই তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতে পারে তাঁকে। অবশেষে বুধবার রাতে দলের সেই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে শিবসেনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন নিরুপম। আর তাতেই তাঁর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল। জানা যাচ্ছে, তিনি যে আসন থেকে লড়তে চাইছিলেন, তাতে নাকি আপত্তি জানাচ্ছিল উদ্ধব ঠাকরের শিবির।
উল্লেখ্য, মহাবিকাশ আঘাড়ী জোট তৈরির সময়ও আপত্তি জানিয়েছিলেন সঞ্জয় নিরুপম। ভবিষ্যতে কংগ্রেসের পক্ষে এই সিদ্ধান্ত ভাল হবে না বলে মন্তব্য করেছিলেন তিনি।

সঞ্জয় সম্প্রতি বলেছেন, উদ্ধব শিবির কর্তৃত্ব ফলাবে, এটা কখনই মেনে নেওয়া উচিত নয় কংগ্রেসের। তাঁর মতে, উদ্ধব শিবির একটাও আসন জিততে পারবে না। এমনকী সেনা শিবিরের প্রার্থী আমোল কীর্তিকারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যেতে হয় রাহুল-সোনিয়া গান্ধীদের। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হল শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *